বিসমিল্লাহীর রাহমানির রাহিম
“আলোকিত মানুষ চাই,
চাই জাতি গড়ার সুন্দর মনের মানুষ”
এই কথাটি বাস্তবে রুপ দেয়াই আমাদের লক্ষ্য বা প্রয়াস। সম্মানিত শিক্ষানুরাগী শুভানুধ্যায়ীগণ, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ সকলকে “ভাটিয়ারী পাবলিক স্কুল এন্ড কলেজের” পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শিক্ষা জাতির মেরুদন্ড, কাজেই শিক্ষা অর্জন করা মানুষের মৌলিক অধিকার। আর এই অধিকার যথাযথ ভাবে প্রতিষ্ঠা করাই হলো এই প্রতিষ্ঠানের মূল মন্ত্র। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর আচরনের কাঙ্খিত পরিবর্তন, সৃজনশীলতা বৃদ্ধি, স্বাধীন, সক্রিয় এবং দায়িত্বশীল সুনাগরিক হিসেবে গড়ে তোলা। আর এ জন্য প্রয়োজন যোগ্য শিক্ষকমন্ডলী, উপযুক্ত শিক্ষাদান পদ্ধতি ও মনোরম শিক্ষাবান্ধব পরিবেশ। আমি অত্যন্ত গর্বের সহিত জানাতে পারি “ভাটিয়ারী পাবলিক স্কুল এন্ড কলেজে” এসব কিছুর সমন্বয় ঘটানো হয়েছে। প্রতিষ্ঠানটিকে আরও যুগপযোগী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার “স্মার্ট বাংলাদেশ” গড়ার নিমিত্তে এটিকে তথ্য প্রযুক্তির আওতাধীন 'WWW.BPSC2004.COM' ওয়েব সাইটের অর্ন্তভূক্ত করা হয়েছে।
পরিশেষে “ভাটিয়ারী পাবলিক স্কুল এন্ড কলেজের” ওয়েব সাইটের সফলতা ও “স্মাট বাংলাদেশ” গড়ার ক্ষেত্রে এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করার অঙ্গিকার করছি।
মো: রফিকুল ইসলাম
অধ্যক্ষ
ভাটিয়াী পাবলিক স্কুল এন্ড কলেজ ভাটিয়ারী, সীতাকুন্ড, চট্টগ্রাম।