আসসালামু আলাইকুম। ভাটিয়ারী পাবলিক হাই স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা।
বিজ্ঞানময়, প্রযুক্তি নির্ভর চলমান সময়ে মানুষের নিজেদেরকে খাপ খাইয়ে টিকিয়ে রাখা চ্যালেঞ্জিং। জ্ঞান এখানে সভ্যতার মূল চালিকা শক্তি। এই অবস্থায় আপনার, আমার, আমাদের সন্তানদের হতে হচ্ছে যুপোপযোগী। তাই আমার এই সময়োপযোগী মানুষ তৈরির প্রয়াস। এই প্রচেষ্টায় আপনারাও আমার সহযাত্রী। প্রতিমূহুর্তে আমাদের সন্তানরা নিজের নৈতিকতা থেকে সরে গিয়ে ঝুঁকে পড়ছে ডিভাইসের দিকে। অথবা জীবন বিনষ্টকারী, মমরণঘাতী ড্রাগস এর দিকে। যাতে তারা তাদের জীবনের মিশন, ভিশন ভুলে গিয়ে জীবনকে করে তুলছে বিষাক্ত। জ্ঞানই শক্তি। ধর্মীয়, সামাজিক ও নৈতিক জ্ঞানই পারে তাদেরকে এহেন নেশা থেকে মুক্ত রেখে যোগ্য, বিজ্ঞ সুসন্তান হিসেবে গড়ে তুলতে। যারা পরিবার ও সমাজের শক্তিতে রুপান্তরিত হবে এবং দেশকে এগিয়ে নেবে অসামান্য উন্নতির পথে।
আজ যারা শিক্ষার্থী, কাল তারাই পরিবার ও সমাজের হাল ধরবে। তাদের মধ্যে সঠিক ধর্মীয় জ্ঞান এবং নেতিকতাবোধ জাগ্রত করতে যদি আমরা ব্যর্থ হই তবে মা- বাবাদের আশ্রয় হবে বৃদ্ধাশ্রমে। চলুন সকলের প্রচেষ্টায় সন্তানদের যুগোপযোগী, মেধাবী, বুদ্ধিদীপ্ত এবং নৈতিকতাবোধসম্পন্ন সঠিক মানুষ হিসেবে গড়ে তুলি।
পরিচালক
ভাটিয়ারী পাবলিক স্কুল এন্ড কলেজ
এইচ.এস.হক ইনস্টিটিউট
এ.এন.জেড আইডিয়াল স্কুল ও
তালিমুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ও হেফজখানা।